Tribal rally

আদিবাসীদের মিছিলে স্তব্ধ শহর

রাজ্য কলকাতা

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস এর আহ্বানে আজ কলকাতার রানী রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই কর্মসূচিতে যোগ দিতে ভারত জাকাত মাঝি পরগণা মহলের কর্মীরা হাওড়ায় এসে উপস্থিত হয়েছেন।

তাদের দাবি, আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে ক্ষত্রিয় কর্মী মাহাতোনের রাজনৈতিক মদতে এস. টি হওয়ার চক্রান্তকে রুখতে ও ফেক এস.টি সার্টিফিকেট বাতিল করতে হবে। জাতিসত্তা সাদেকারী ইউ সি সি বিল প্রত্যাহার করতে হবে।
২০০৬ বনাধিকার আইন যা প্রথম ইউপিএ সরকারের আমলে পাশ হয় তা কার্যকর করতে হবে।
বনাধিকার স্বীকার আইনকে অগ্রাহ্য করে, স্থানীয় গ্রাম বাসীর (আনসভার) মতামতের বিরুদ্ধে প্রায় ৭০০ হেক্টর বনভূমি, বিরাট বাস্তুতন্ত্র, ২টি নদী, বহু গ্রাম, জাহের স্থান, মারাংবুক দেবস্থান ধ্বংসকারে বাইসি সুত্রানাজাজী গড়ধান এর মাহাত্য ড্যামের জলে ডুবিয়ে দিতে চলা প্রকল্প বাতিল করার দাবি তোলা হচ্ছে।
বন সংরক্ষণ (সংশোধনী) আইন ২০১০ বাতিলের দাবিও তারা তুলেছেন।
শুক্রবারের এই মিছিলের জেরে শহরের জান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। মধ্য কলকাতার বড় অংশ স্তব্ধ হয়ে গিয়েছে।

Comments :0

Login to leave a comment