এদিন সুজন চক্রবর্তীর সামনে কান্নায় ভেঙে পড়েন বুথ এজেন্টের স্ত্রী সুমনা কুড়ি। তাঁর অভিযোগ, স্থানীয় জেলা পরিষদ সদস্য সোমা ঘোষের বাহিনী এলাকায় তান্ডব চালানোর চেষ্টা করেছে। সুজন চক্রবর্তী তাঁকে সান্ত্বনা দিয়ে বাড়ি পৌঁছে দেন। তারপর এজেন্টকে নিয়ে স্থানীয় শশিভূষণ হাইস্কুলের ভোট কেন্দ্রে রওনা হন।
স্থানীয় সিপিআই(এম) কর্মীরা জানাচ্ছেন, শশিভূষণ হাইস্কুলে ৫টি বুথ রয়েছে। তারমধ্যে ৩টি বুথে সকালে এজেন্ট তুলে দেওয়া হয়। মৃত্যুঞ্জয় কুড়ি তাঁদের একজন।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে বিলকান্দা-২ পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন মৃত্যুঞ্জয় কুড়ি। সোমা ঘোষের বাহিনী তাঁকে মনোনয়ন জমা দিতে দেয়নি।
বিলকান্দা-২ পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচন ভোট দিতে পারেননি মানুষ। শশিভূষণ হাইস্কুল, শশিভূষণ জুনিয়র বেসিক স্কুলের বুথ সহ এই অঞ্চলের প্রায় সমস্ত বুথে ১১ বছরে এই প্রথম মানুষ ভোটের লাইনে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন।
Comments :0