অভিবাসীরা নষ্ট করছে আমেরিকান রক্তের বিশুদ্ধতা। নিউ হ্যাম্পশায়ারে ভাষণে সরাসরি এমনই মন্তব্য করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের শিবির এবার মন্তব্যকে হাতিয়ার করে সরাসরি হিটলারের সঙ্গে ট্রাম্পের তুলনায় প্রচারে নেমেছে।
মার্কিন সময়ে গত শনিবার নিউ হ্যাম্পশায়ারে হকি রিঙ্কে সমর্থকদের সামনে বক্তব্য রাখেন রিপাবলিকান পার্টির হয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে শামিল ট্রাম্প। এখনও দলের ভেতরের লড়াইয়ের জয়পরাজয়ের নিষ্পত্তি হয়নি। তবে নিজের প্রচারেই তীব্র অভিবাসী বিরোধী উগ্র দক্ষিণপন্থী ভাষ্যে সরব ট্রাম্প।
ভাষণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গও টেনেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘‘পুতিন বলেছিলেন যে আমেরিকায় বিরোধী নেতাকে আদালতের মুখে বারবার ফেলা হচ্ছে। তাতে প্রমাণ হচ্ছে ওদের গণতন্ত্রে পচন কত গভীর।’’
গত নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু ফল ঘোষণার পরও তাঁর সমর্থকরা হামলা চালায়। ট্রাম্পকে ঘিরে দুর্নীতিরও অভিযোগ রয়েছে। আদালতে সওয়াল চলছে।
ট্রাম্পের ভাষণকে সওয়াল করে প্রচারে নেমেছে বাইডেন শিবির। বাইডেনের প্রচারে বলা হয়েছে, ‘‘হিটলার ‘মেইন ক্যাম্ফে’ ঠিক এভাবেই জার্মান রক্তের বিশুদ্ধতা রক্ষার কথা বলেছিলেন। উন্মত্ত করেছিলেন জনতাকে। ট্রাম্প সেই পথেই চলছেন। অভিবাসী এশিয়, লাতিন এবং আফ্রিকান বংশোদ্ভূতদের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের খেপাতে নেমেছেন।’’
বাইডেনের প্রচারে প্রশ্ন তোলা হয়েছে পুতিনের বক্তব্যকে হাতিয়ার করা জন্যও।
TRUMP HITLER
‘রক্তের বিশুদ্ধতা নষ্ট হচ্ছে’’, ট্রাম্পের মন্তব্যে তুলনায় হিটলার
×
Comments :0