US-Ukraine

দুই রাষ্ট্রপতির বিবাদের পর জেড্ডায় বৈঠকে ইউক্রেন-আমেরিকা

আন্তর্জাতিক

ফেব্রুয়ারির শেষে ট্রাম্প-জেলেনস্কি বিবাদের সেই ছবি।

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদমির জেলেনস্কি। তারপর  ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে আমেরিকা। মঙ্গলবার সৌদি আরবে ফের শুরু হয়েছে দু’দেশের আলোচনা প্রক্রিয়া। 
জেড্ডায় বৈঠকে যোগ দেওয়ার আগে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও সংবাদমাধ্যমে বলেছেন যে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেন কতটা নমনীয় হতে রাজি তার ওপর নজর রাখা হবে বৈঠকে। 
পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকা-ইউক্রেন বোঝাপড়ায় শান্তিচুক্তিকে সামনে রাখা হলেও গুরুত্বপূর্ণ বিষয় হলো খনিজ সম্ভার সংক্রান্ত আলোচনা। আর্থিক এবং সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিপুল খনিজ সম্পদ, বিশেষ করে, বিরল খনিজের মালিকানার অর্ধেকের বেশি দাবি করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারির শেষে দু’পক্ষের বিবাদে খনিজ সম্ভারে আমেরিকার বাড়তে থাকা চাপও কারণ ছিল বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। 
মঙ্গলবার জেড্ডায় বৈঠক শুরু আগেই রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে যে সেদেশের প্রতিরক্ষা দপ্তর ৩৩৭টি ড্রোনকে ধ্বংস করতে পেরেছে। তার মধ্যে ১২৬টি ধ্বংস করা হয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তের কুর্স্কে। ট্রাম্প সামরিক সহায়তা বন্ধ করার ঘোষণা করলেও গোয়েন্দা তথ্যেরত আদান প্রদান ভালোমতোই বজায় রয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমের একাংশ। 
মস্কোর মেয়র সের্গেই সবইয়ানিন জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের এই হামলা সবচেয়ে মারাত্মক ছিল। ৭৪টি ড্রোন রাশিয়ার রাজধানী শহর মস্কোর জনবহুল এলাকা তাক করে ছোঁড়া হয়েছিল। 
আমেরিকার পক্ষে মঙ্গলবার আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন রুবিও। সঙ্গে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কির অন্যতম প্রধান সহযোগী আন্দ্রেয়ি ইয়েরমাক।

Comments :0

Login to leave a comment