ঢাকা পড়ে যাচ্ছে বিজ্ঞাপনের লোগো। আইসিসি’র চাপে জার্সি বদলাতে হলো উগান্ডাকে।
পুরুষদের টি-২০ বিশ্বকাপে খেলতে নামার ঠিক আগে জার্সি বদালতে হয়েছে উগান্ডাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উগান্ডাকে জানায় তাদের সরঞ্জাম বিধি ভাঙা হয়েছে জার্সির ডিজাইনে। ফলে তা বদলাতে হবে।
বাস্তবে আইসিসি’র সরঞ্জাম বিধি স্পনসরারদের লোগো যাতে দেখা যায়, সুনিশ্চিত করছে তাকেই।
উগান্ডার জার্সির ডিজাইন বাছা হয়েছিল প্রতিযোগিতা করে। তাদের ক্রিকেট ফেডারেশন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই জার্সিতে জাতীয় পাখি ধগ্রে ক্রাউন ক্রেনের পালকের মতো ডিজাইন ছিল দুই হাতায়। ডিজাইনটি করেছিলেন এলিজা ম্যাঙ্গেনি।
কিন্তু টি-২০ বিশ্বকাপ খেলতে এসে সমস্যায় পড়ে উগান্ডা। আইসিসি নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়। যার জেরে উগান্ডাকে জার্সির হাতা থেকে পালকের প্যাটার্নটি সরিয়ে ফেলতে হয়েছে। ট্রাউজার্সেও একই রকম পরিবর্তন হয়েছে।
উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস জানিয়েছেন সবদিক রেখে পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় ছিল না। ফলে নতুন জার্সিতে জাতীয় পাখির ডানা রাখা হয়েছে অস্পষ্ট করে।
যাতে স্পনসরারের লোগো ঠিকঠাক দেখা যায়!
T-20 UGANDA
বিজ্ঞাপনের লোগো দেখাতে উগান্ডার জার্সি বদলালো আইসিসি
×
Comments :0