CHHATISGARH CM

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে বিষ্ণু দেও সাইকে বাছল বিজেপি

জাতীয়

প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং নন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে বিষ্ণু দেও সাইকে বেছে নিল বিজেপি। রাজ্য বিজেপি’র প্রাক্তন সভাপতি এই আদিবাসী নেতা। ছত্তিশগড়ে তিনিই প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। 
রাজ্যের সরকারে আসীন কংগ্রেসকে পরাজিত করে এবার জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেসের পরাজয়ের আভাস ছিল না কোনও নির্বাচনী সমীক্ষায়। বিজেপি’র জয়ের বড় কারণ রাজ্যের আদিবাসী সংরক্ষিত আসনে বিপুল সাফল্য। আদিবাসী সংরক্ষিত ২৯ আসনের মধ্যে কেবল ৪টিতে জয়ী হয়েছে কংগ্রেস। 
২০১৮’তে রাজ্যে কংগ্রেস জয়ী হওয়ার পর বিষ্ণু দেও সাইকে সভাপতি করে বিজেপি। ২০২২’র তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অরুণ সাওকে। সাই পঞ্চায়েত সদস্য ছিলেন। পরে বিধানসভায় নির্বাচিত হন। ১৯৯’তে তিনি লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। 
লোকসভা নির্বাচনে আদিবাসী ভোটে আধিপত্য ধরে রাখতে বিজেপি’র এই সিদ্ধান্ত, মনে করছে রাজ্যের সব মহলই। বিজেপি সূত্র থেকে জানানো হয়েছে যে সাইয়ের নামে সম্মত হয়েছে দলের সব অংশই।

Comments :0

Login to leave a comment