শ্রমিক কৃষক খেতমজুর কর্মচারীদের সমাবেশ উপচে পড়ল ধর্মতলায়। দেশের কৃষক আন্দোলনের নেতা এবং সারা ভারত কৃষকসভার সহ সভাপতি হান্নান মোল্লা বলেছেন, আজ আক্রমণ বহুমুখী। দেশে কৃষক শ্রমিক বিরোধী সরকার। রাজ্যেও তাই। আমার শত্রু যখন অধিকার কেড়ে নিচ্ছে। মিথ্যে মামলা দিচ্ছে। গণতন্ত্রের ওপর আক্রণ। এই পরিস্থিতিতে আমরা আন্দোলনে নেমেছি। গরিব আরও গরিব হচ্ছে। বড়ো লোক আরও ধনী হচ্ছে।
রাজ্যের শ্রমিক কৃষকরা আজ পথে নেমেছেন। গোটা দেশ জুড়ে এই আন্দোলন হচ্ছে। আদানি আম্বানির দাস করতে চাইছে মোদী সরকার। আন্দোলন জেলায় ব্লকে নিয়ে যেতে হবে। সংবিধান, অধিকার পদদলিত এর মধ্যে দাড়িয়ে লড়াই করতে হবে।
রাজ্যপাল রা আজ আর এস এসের কথায় চলে। এরা সরকারের লোক নয়। দালাল হয়ে গিয়েছে।
দাবি না মানলে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আরও ব্যাপক আন্দোলন।
রাস্তায় বসে পড়লে আন্দোলন হবে না। কর্মসূচি নিলে হবে না লড়াই চাই। আগামীদিনের অনোলন এমন করতে হবে যাতে লুটেরার রাজত্ব হেরে যায়। শ্রমিক কৃষকের আন্দোলনের ওপর নির্ভর করছে আগামী দিনে দেশ বাঁচবে কি না। প্রতিটি শ্রমিক কৃষক পরিবারের কাছে দাবি নিয়ে যেতে হবে।
Comments :0