TMC Attack

সিপিআই(এম) প্রার্থীর উপর হামলা

জেলা পঞ্চায়েত ২০২৩

TMC Attack


বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী চন্দনা মন্ডলের উপর হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মাথায় ও সারা শরীরে গুরুতর আঘাত নিয়ে চন্দনা মণ্ডল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে ঘটনাটি ঘটে। রবিবার আক্রান্ত সিপিআই(এম) প্রার্থী চন্দনা মণ্ডলকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফিমেল সার্জিক্যাল বিভাগে গিয়ে দেখা করেন সিপিআই(এম) নেতা রাজু আহমেদ, প্রতাপ নাথ। আক্রান্ত চন্দনা মণ্ডলের শারীরিক খোঁজ খবর নেন এবং চিকিৎসকের সাথে কথা বলেন। পার্টি নেতৃবৃন্দকে চন্দনা মণ্ডল জানান, তিনি হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম)'র প্রার্থী।
অভিযোগ, শনিবার রাতে তিনি ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার সময় তার ওপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লোহার শাবল দিয়ে তাকে মারধর করা হয়। চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশীরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালায়। এরপর রক্তাক্ত অবস্থায় চন্দনা মন্ডলকে প্রথমে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন।

 

Comments :0

Login to leave a comment