West Bengal Panchayat Election

বীরভূমে ভোট কেন্দ্রের সামনেই তৃণমূলের অফিস

জেলা পঞ্চায়েত ২০২৩

West Bengal Panchayat Election

ভোট কেন্দ্রের প্রাচীরের গায়ে বিদ্যালয়ের গেটের কাছে রাস্তার উপরেই রয়েছে শাসকদল তৃণমূলের অফিস। সেখানে জ্বলজ্বল করছে জোড়া ফুলের ছবি। রাত ফুরালেই ভোট। অথচ সেই অফিসের প্রতীক মুছলোনা নির্বাচন কমিশন। এমনি অভিযোগ বিরোধী দলগুলির।


বীরভূম জেলার মুরারই-১ ব্লকের কনকপুর হাইস্কুলে ২৯৪/৯৯ ও ১০০ এই দুটি বুথের ভোটকেন্দ্র। ভোটকেন্দ্রের ১০০ ফুটের মধ্যে এই দলীয় অফিস কি করে থাকতে পারে? তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রামের মানুষের অভিযোগ ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রাস্তার জায়গা জোরদখল করে এই অফিস করেছে তৃণমূল। ভোটের সাতদিন আগে প্রতিবার দুশো মিটারের মধ্যে সমস্ত প্রতীক মুছে দেয় বিডিও অফিস থেকে। এবারই ব্যাতিক্রম সেই অফিসের পোষ্টার ও প্রতীক মুছে দেওয়া হয়নি। নিরব দর্শকের ভূমিকায় নির্বাচন কমিশন। অথচ সেখানে দুটো বুথের পোলিং অফিসাররা পৌঁছে গেছেন। এই বিষয়ে বাম-কংগ্রসের জোটের পক্ষ থেকে বিডিও'কে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment