Tea Garden Workers

মানুষের পঞ্চায়েতের দাবিতে প্রচারে চা শ্রমিকরাও

জেলা পঞ্চায়েত ২০২৩

Tea Garden Workers


আলিপুরদুয়ার জেলার চা বাগানে চা শ্রমিকদের প্রচার। বাড়ি বাড়ি প্রচার করলেন চা শ্রমিকরাও। সিপিআই(এম) প্রার্থী জেলা পরিষদে সেলভা রানী মোছারি বড়গাও, পঞ্চায়েত সমিতিতে রমেশ কাশ্যপ ও গ্রামপঞ্চায়েতে নাগেশ্বর লাকড়ার সমর্থনে রায়ডাক বাগানে,  রহিমাবাদ চা বাগানে পঞ্চায়েত সমিতিতে রিমা মিনজ গ্রাম পঞ্চায়েতে ববি গোয়ালা, জারিনা খাতুনের সমর্থনে এবং তুড়তুড়ি চা বাগানের পঞ্চায়েত সমিতিতে পূষ্পা মুন্ডা ও গ্রামপঞ্চায়েতে পিঙ্কি ভূঁইয়ার সমর্থনে রবিবার প্রচার করলেন।


প্রচারে ছিলেন মহিলা সমিতির জেলা নেতৃত্ব তারামনী কারজী। এদিনের প্রচারে উঠে আসে চা শ্রমীকদের জীবন যন্ত্রনার কথা। তাদের কথায়, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গোটা রাজ্যে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। চা বাগান গুলিতেও তার প্রভাব দেখা দিয়েছে। অনেক অবসর প্রাপ্ত শ্রমিক প্রাপ্য টাকা না পেয়ে মারাও গিয়েছেন। অনেকে চিকিৎসা করাতে পারছেন না। মাঝে মাঝে বাগান বন্ধ হবার জন্য অনেকে পড়াশোনা ছেড়ে ভিন রাজ্যে এবং অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন। বার বার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি। তাদের এই অবস্থার জন্য তাঁরা দায়ী করেছেন বিজেপি ও তৃণমূল দুই সরকারকে। তাদের বক্তব্য বামফ্রন্ট থাকা কালীন বন্ধ বাগানের যে ভাতা ছিলো তাও বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। তাই এবার  বাগানের শ্রমিকরা নিজেরাই লাল ঝান্ডা তুলে নিয়েছে।

Comments :0

Login to leave a comment