Youth Arrested

জামালপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

জেলা

Youth Arrested


কিশোরীকে ধর্ষণ ও তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম দেবকুমার ঘোষ। জামালপুর থানার বিষ্ণুবাটি গ্রামে তার বাড়ি। সোমবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই কিশোরীর বাবা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে এদিনই বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে ৪ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের বিচারক। এদিনই কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করানো হয়। ধৃতের মেডিকেল পরীক্ষার করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।


পুলিশ জানিয়েছে, জামালপুর থানা এলাকায় একটি গ্রামে ওই কিশোরীর বাড়ি। গত বছরের ১ অক্টোবর কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে কিশোরীকে সে ধর্ষণ করে নিজের মোবাইলে কিশোরীর কিছু আপত্তিকর ছবি সে তুলে রাখে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। কিছুদিন আগে হুগলির ধনিয়াখালি থানা এলাকার এক যুবকের মোবাইলে তুলে রাখা কিশোরীর আপত্তিকর ছবি পাঠায় দেবকুমার। বিষয়টি সেই যুবকের কাছ থেকে জানতে পারেন কিশোরীর পরিবারের লোকজন। কিশোরীর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে সে পরিবারের লোকজনকে জানায়, ভয়ে সে এতদিন ঘটনার কথা জানাতে পারেনি।

Comments :0

Login to leave a comment