হেয়ারিং চলাকালীন কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক বুথ লেভেল অফিসার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাও আবার মহকুমা শাসকের গাড়িতেই। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অফিস চত্বরে। জানা গেছে, অসুস্থ ওই বুথ লেভেল অফিসারের নাম সুবোধ ওঁরাও। তিনি ১৫/৬০ নম্বর বুথের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার বিডিও অফিস চত্বরে এসআইআর সংক্রান্ত হেয়ারিং চলাকালীন তিনি চেয়ার থেকে হঠাৎই পড়ে যান। সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের দপ্তরের কর্মীরা তাঁকে উদ্ধার করে মহকুমা শাসকের সরকারি গাড়িতে করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
অসুস্থ সুবোধ ওঁরাওয়ের ভাই শিবু ওঁরাও জানান, “দাদা আগে অসুস্থ ছিল না। এদিনও সুস্থভাবেই বাড়ি থেকে বেরিয়েছিল। হঠাৎ এমন ঘটনা ঘটায় আমরা উদ্বিগ্ন।”
অন্যদিকে, এসডিও অফিসের কর্মী অশোক চক্রবর্তী বলেন, হেয়ারিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে যান ওই বুথ লেভেল অফিসার। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অনুমান, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক উদ্বেগ থেকেই এই ঘটনা ঘটতে পারে।
Dhupguri
হেয়ারিং চলাকালীন ধূপগুড়িতে অসুস্থ বিএলও
×
Comments :0