প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। শুক্রবার ভোর সাড় তিনটে নাগাদ মুম্বাইয়ের একটি বেসকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭। পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। হৃদরোগ জনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন ভোরে প্রয়াত হন। অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
মনোজ কুমারের অভিনিত ‘রোটি কাপড়া অউর মকান’, ‘পুরব ও পশ্চিম’, ‘ক্রান্তি’,‘হরিয়ালি অউর রাস্তা’ সহ বহু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ‘ভারত কুমার’ নামে খ্যাত ছিলেন। শুধু অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবেও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন মনোজ কুমার। ১৯৯২ সালে পদ্মশ্রী, ২০১৬ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। ২০০৪ সালে নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন এই অভিনেতা।
Comments :0