দিল্লিতে অবস্থানরত কুস্তিগীরদের সমর্থনে লখনউতে আন্দোলন করলেন মহিলারা। মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর প্রদেশ রাজ্য কমিটির তরফে লখনউয়ে বিক্ষোভ দেখানো হয়। মহিলা আন্দোলনের কর্মীদের পাশাপাশি মানবাধিকার কর্মী, লেখক, শিল্পী এবং বুদ্ধিজীবীরাও এদিনের বিক্ষোভে সামিল হন। অন্যান্য বামপন্থী মহিলা সংগঠনের কর্মীরাও যোগ দেন বিক্ষোভে।
হাতে লেখা পোস্টার এবং স্লোগানিংয়ের মাধ্যমে মহিলা কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দেন তাঁরা। বিক্ষোভ থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবি জানানো হয়।
Comments :0