SANDESHKHALI WOMEN PROTEST

সন্দেশখালি: কলকাতায় পথ অবরোধ মহিলা সমিতির

কলকাতা

শিয়ালদহ থেকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে মিছিল। ছবি: মনোজ আচার্য

সন্দেশখালিতে নারী নিগ্রহে দায়ী তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে হবে। গ্রামবাসী এবং মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। মানুষের জমি, জীবিকার অধিকার কেড়ে দনেওয়া চলবে না।

এমনই একাধিক দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধ করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিন শিয়ালদহ বিগবাজারের সামনে থেকে শুরু হয় মিছিল। রিপন স্ট্রিটের সামনে হয় পথ অবরোধ। পরে পুলিশ এসে কথা বলে সংগঠনের রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ সহ নেতৃবৃন্দের সঙ্গে। কিছু পরে অবরোধ তুলে নেওয়া হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন