গার্ডেনরিচ দুর্ঘটনায় জখম আরো একজনের মৃত্যু। নিহতের নাম মেরিয়াম বিবি(৮৫)। তিনি গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানের বাসিন্দা। বহুতল ভেঙে পড়ার পর তাঁকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাহাড়পুরের ইউনিপন হাসপাতালে ভর্তি করে।
সেখান থেকে গত বুধবার মেরিয়াম বিবিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই এতদিন তিনি ভর্তি ছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু ঘটে। ওই বয়স্ক মহিলার মৃত্যুর পর গার্ডেনরিচের বাড়ি ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২। এখনও তিনজন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে একজনরে অবস্থা সঙ্কটজনক।
গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা যেমন নিজেদের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে, তেমনই এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করল কলকাতা কর্পোরেশন। ঠিক কী কারণে নির্মায়মান বহুতলটি ভেঙে পড়লো তার খোঁজ দিতেই সাত সদস্যের ওই কমিটি গড়া হয়েছে বলে খবর। কমিটিতে রয়েছেন পৌর কমিশনার ধবল জৈন। এই কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Garden Reach
গার্ডেনরিচ দুর্ঘটনায় মৃত বেড়ে ১২
×
Comments :0