MOHUNBAGAN

দলবদলের ঝড় সবুজ মেরুনে,
অনিরুদ্ধ থাপা এবং আর্মান্দো সাদিকু মোহনবাগানে

খেলা

Mohun bagan fc emiliano martnez Kolkata emiliano martnez mohun bagan mohun bagan news mohun bagan news online mohun bagan news in Bengali mohun bagan news today mohun bagan transfer news bengali news

দলবদলের বাজারে ফের ঝড় তুলল সবুজ মেরুন। বলা যেতে পারে, সমস্ত দলের সঙ্গেই পাল্লা দিয়ে দল গোছাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। আসন্ন মরশুমে, শক্তিশালী স্কোয়াড তৈরির লক্ষ্যে তাঁরা।    

চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC) থেকে সেন্ট্রাল মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে (Anirudh Thapa) সই করাল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। গত মরশুমে, চেন্নাইয়ানের হয়ে ১৬টি ম্যাচে ২টি গোল রয়েছে তাঁর। এই ২৫ বছর বয়সী ফুটবলারটির পাসিং অ্যাকিউরেসি ৬৫.৫২%। সেইসঙ্গে, ২০টি ট্যাকল, ১৩টি ইন্টারসেপশন, ৬টি ক্লিয়ারেন্স, ২৩টি ব্লকিং এবং ১৬টি ক্রস রয়েছে তাঁর নামের অনিরুদ্ধ থাপার নামের পাশে।

অন্যদিকে, ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল করা আলবানিয়ার জাতীয় দলের ফুটবলার আর্মান্দো সাদিকুকে সই করাল মোহনবাগান। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব, এফসি কার্তাহেনা ছাড়াও তিনি খেলেছেন লাভান্তে এবং মালাগায়। সবথেকে বড় বিষয় হল যে, এই ৩২ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড নিয়মিত গোলের মধ্যে রয়েছেন। এহেন একজন অভিজ্ঞ এবং পারদর্শী ফুটবলারকে সই করানো মানে, নিঃসন্দেহে দলের শক্তি অনেকগুণ বৃদ্ধি পাওয়া।

মোহনবাগানে সই করার পর অনিরুদ্ধ থাপা বলছেন, “ডার্বি খেলার স্বপ্ন আমার পূরণ হবে। আমি আশাবাদী যে, আমার স্বপ্নের জার্সিতে খেলতে নেমে সাফল্য পাবই।“ 

অন্যদিকে, আর্মান্দো সাদিকু বলছেন, “স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে এখন ভালো ধারণা তৈরি হয়েছে। মোহনবাগান ১৩৩ বছরের পুরনো ক্লাব। সেই দলের জার্সি গায়ে খেলতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত।“

Comments :0

Login to leave a comment