ফের মধ্যযুগীয় বর্বরতা মালদহে! শুধু অন্ধবিশ্বাস, কুসংস্কারের শিকার হয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো এক মহিলাকে। ডাইনি অপবাদে শাশুড়িকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে নিজের পুত্রবধূ। তবে স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই মহিলা।
মালদহ জেলার ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোহরাতলা গোবিন্দপুর এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে পুত্রবধূ এবং তার মা-কে আটক করেছে পুলিশ।
আক্রান্ত মহিলা জানিয়েছেন, কয়েক বছরের মধ্যেই একে একে দুই ছেলের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন তাঁর স্বামী এবং মেয়ে। এরপর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দিতে শুরু করে পুত্রবধূ। সেই একই অপবাদ দিতে শুরু করে পুত্রবধূর মা-ও। ইংরেজবাজার থানার দ্বারস্থ হন ওই মহিলা।
পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ওই এলাকায় বসবাস করেন আক্রান্ত ওই মহিলা। স্বামী পক্ষাঘাতে আক্রান্ত। তাঁদের চার ছেলে, দুই মেয়ে। প্রায় ৭-৮ বছর আগে শারীরিক অসুস্থতার কারণে এক ছেলের মৃত্যু হয়। কয়েক বছরের মধ্যেই অসুস্থ হয়ে আরেক ছেলের মৃত্যু হয়। তারপর থেকে আলাদা থাকতে শুরু করে পুত্র ও পুত্রবধূ।
প্রায় তিন বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত হন ওই গৃহবধূর স্বামীও। টিবিতে আক্রান্ত হন তাঁদের এক মেয়েও। এরপরেই ওই মহিলাকে ডাইনি অপবাদ দিতে শুরু করে তাঁর পুত্রবধূ।
মহিলার স্বামী জানান, ‘‘অসুস্থ হয়ে দুই ছেলের মৃত্যু হয়েছে। অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে পারিনি। আমি নিজে পক্ষাঘাতে আক্রান্ত। কোনোমতে সপ্তাহে দু-তিন দিন ছোটোখাটো চালকের কাজ করি। মেয়েও টিবিতে আক্রান্ত। ছেলে ও বউমা আলাদা খাওয়া দাওয়া করে। কিছুদিন ধরে বউমা আমার স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেছে। ছেলের শাশুড়িও বউমাকে মদত দিত।
তিনি বলেন, গত সোমবার পুত্রবধূ আমার স্ত্রীকে বাঁশ নিয়ে মারতে এসেছিল। ডাইনি অপবাদ দিয়ে আমার স্ত্রীকে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছিল। এনিয়ে আমার স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছে।’’
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সভাপতি সুনীল দাস বলেন, ‘‘এই সময়ে এধরণের ঘটনা খুব একটা ঘটে না। আমরা সংবাদমাধ্যম থেকেই বিষয়টি জানতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক বিবাদ থেকে এমন অপবাদ দেওয়া হয়। বিজ্ঞান মঞ্চ বিভিন্ন সময় তা নিয়ে সচেতনতা তৈরির জন্য প্রচার করেছে।’’
Malda
ডাইনি অপবাদে অত্যাচার মালদহে, আটক ২

×
Comments :0