Uluberia

জলের মিটার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

রাজ্য

উলুবেড়িয়া পৌরসভার ১২ লক্ষ টাকার জলের মিটার চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করলো উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ আনাহার ওরফে রাহুল, শেখ সাবির হোসেন ও শেখ সামিরুল বাসার। এদের বাড়ি যথাক্রমে উলুবেড়িয়া থানা এলাকার উত্তর জগদীশপুর, বহিরা ও মহিশালী গ্রামে। অন্যদিকে, ধৃত উত্তর জগদীশপুরের বাসিন্দা শেখ আনাহারের ছবি স্থানীয় কাউন্সিলার তানভী নিজাম মোল্লার সাথে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক নেতারা। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু মিটার উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক লক্ষ টাকার জলের মিটার চুরির অভিযোগ উঠলে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে পৌরসভার জল প্রকল্পে। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া জলের মিটারের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। তারা এ বিষয়ে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করে।

স্থানীয় কাউন্সিলার তানভী নিজাম মোল্লার সাথে সোশ্যাল মিডিয়ায় ধৃত আনাহারের ছবি পাওয়া প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবিরউদ্দিন মোল্লা বলেন, শেখ আনাহার ওরফে রাহুল  কাউন্সিলার তানভী নিজাম মোল্লার ঘনিষ্ঠ।

Comments :0

Login to leave a comment