Salim

মানুষকে এক করার বদলে ভাগ করছে বিজেপি : সেলিম

রাজ্য

মানুষকে একাট্টা করার বদলে এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। মানুষে মানুষে ভাগ করছে ধর্মের ভিত্তিতে। 
বৃহস্পতিবার মুর্শিদাবাদে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একথা বলেছেন। তিনি বলেন, ‘‘ধর্ম নিয়ে আগুন জ্বালালে ভোটের রুটি তাতে সেঁকতে পারবে বিজেপি। শুভেন্দু যখন তৃণমূলের নেতা তখন মাওবাদীদের নিয়ে এসে লাশের পাহাড় করেছিল ওরা। আজকে বিজেপির ঝান্ডা নিয়ে হিন্দু-হিন্দু করছে। যখন এই ধরনের সঙ্কট হয়, পাকিস্তান থেকে যখন সন্ত্রাসবাদী পাঠিয়ে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশের মানুষকে খুন করা হচ্ছে, নিরীহ মানুষকে খুন করা হচ্ছে, তখন যে কোনও দেশপ্রেমিকের কাজ হচ্ছে দেশের মানুষকে একাট্টা করা।’’ 


তিনি আরও বলেন, ‘‘মুর্শিদাবাদের সুতি হোক বা ধুলিয়ান, যখন মানুষ মারা যান ধর্মীয় উস্কানিতে, মানুষ সাম্প্রদায়িক রাজনীতির শিকার হন। আজকে দাঁড়িয়ে ধর্মের সাথে রাজনীতিকে যুক্ত করা এবং ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা উচিত নয়। যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে, সে যে ধর্ম নিয়েই করুক, তারা দোষী। এই কথা আমরা প্রথম থেকেই বলে আসছি। এই জন্য ওরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয়, বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে। কারণ আমরা এই ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতে চাই।’’

Comments :0

Login to leave a comment