BJP Candidates

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপি’র

রাজ্য

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১০ জুলাই। সোমবার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সংবাদসংস্থা সুত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মানস কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস, বাগদায় বিনয় কুমার বিশ্বাস এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। অন্যদিকে পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা উপনির্বাচনে শীতল অঙ্গুরালকে পার্থী করেছে বিজেপি।
লোকসভা নির্বাচন শেষের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্র সহ সারা দেশের মোট ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১০ জুলাই। ভোটগণনা হবে ১৩ জুলাই।
রাজ্যের তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে মামলা চলার কারণে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রটি বিধায়কহীন হয়ে রয়েছে। কিছুদিন আগে মামলা প্রত্যাহারের কারণে আদালত জানিয়ে দিয়েছে, মানিকতলা বিধানসভা আসনে ভোট করতে কোনও অসুবিধা নেই। এবার উপনির্বাচন হতে চলেছে সেখানে।
রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্র এখন বিধায়কহীন। এর মধ্যে ৬টি কেন্দ্রের বিধায়করা ভোটে জিতে সাংসদ হিসাবে লোকসভায় গিয়েছেন। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভার বিধায়ক বিজেপি’র মনোজ টিগ্গা‌ লোকসভা ভোটে জয়ী হয়েছেন। কোচবিহারের শীতলকুচি কেন্দ্রের বিধায়ক তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়াও লোকসভায় নির্বাচিত হয়েছেন। উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধানসভার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বর্তমান সেচ মন্ত্রী পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জুন মালিয়া লোকসভায় জিতেছেন। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী লোকসভায় জয়ী হয়েছেন। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভায় জিতেছেন। কিন্তু এই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এখন হচ্ছে না। কারণ লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার আগে এই বিধায়করা বিধানসভা থেকে ইস্তফা দেননি, হারলে তাঁরা বিধায়ক পদে থেকে যাওয়ার পথ খোলা রেখেছিলেন। এগুলির উপনির্বাচনের দিন নির্বাচন কমিশন পরে ঘোষণা করবে। বাকি তিনটি বিধানসভা কেন্দ্র হলো বাগদা, রানাঘাট দক্ষিণ, এবং রায়গঞ্জ। মানিকতলার সঙ্গে এগুলিতেই উপনির্বাচন হবে ১০ জুলাই। 
এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেখানে উপনির্বাচনে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রে থাকবে ১২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া রানাঘাটে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন। 

Comments :0

Login to leave a comment