নিহত চিকিৎসক ছাত্রীর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলল সিবিআইয়ের আধিকারিক দল। কেন্দ্রীয় তদন্ত সংস্থার জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিবিআই এদিন যায় নিহত চিকিৎসক ছাত্রীর বাড়ি।
কলকাতা হাইকোর্টের রায় আরজিকর কান্ডের তদন্তের ভার পেয়েছে সিবিআই। আদালতের নজরদারিতে চলবে তদন্ত। হাইকোর্টের রায় বলা হয় কলকাতা পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। পূর্ণাঙ্গ এবং বিশদ তদন্ত হওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার সিবিআই’র চার আধিকারিক যান পরিবারের সঙ্গে কথা বলতে। সিবিআই জানিয়েছে এদিন পরিবারের বক্তব্য নথিভূক্ত করা হয়েছে।
এদিকে বুধবার রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর এবং হামলার বিরুদ্ধে এদিন একাধিক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। শিয়ালদহ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এস এফ আই, ডি ওয়াই এফ আই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। কিন্তু বিশাল পুলিশ বাহিনী দেখলেই গ্রেপ্তার করছে।
R G Kar CBI
নিহত চিকিৎসকের পরিবারের বয়ান নিল সিবিআই
×
Comments :0