২০২৩ সালের ডিসেম্বরে দুবাইয়ে জলবায়ু পরিবর্তন রোধে কোপ-২৮ সম্মেলন হয়। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, তারপর থেকে এখন অবধি জলবায়ু পরিবর্তনের ফলে গোটা বিশ্বের ক্ষতির পরিমাণ ৪১ বিলিয়ন আমেরিকান ডলার।
সমীক্ষকদের বক্তব্য, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে জীবনহানী সহ ব্যক্তি মানুষের ক্ষয় ক্ষতির পরিমাণ তুলে ধরা সম্ভব হয়নি।
ইউকে’র স্বেচ্ছাসেবী সংস্থা ক্রিস্টিয়ান এইডের তরফে একটি সমীক্ষা চালানো হয়। সেখানে বলা হয়েছে, গত ৬ মাসে ৪টি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের মূলেই রয়েছে জলবায়ু পরিবর্তন।
রিপোর্ট অনুযায়ী, দুবাই সম্মেলনের পরে জলবায়ু পরিবর্তন রোধে নামমাত্র কাজ এগিয়েছে। প্রসঙ্গত, দুবাই সম্মেলনে স্থির হয় উন্নয়নশীল এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা দেশগুলিকে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করা হবে।
সোমবার থেকে জার্মানির বন শহরে একপ্রস্থ জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে স্পষ্ট হয়েছে, প্রতিনিয়ত কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রকোপে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
ক্রিস্টিয়ান এইডের তরফে বলা হয়েছে, ‘‘ বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী ধনী দেশগুলি। তাঁদের উচিত নিজেদের ভূমিকা স্বীকার করা, এবং উন্নয়নশীল দেশগুলি যাতে এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে পারে, সেই বিষয়ে সাহায্য করা।’’
Comments :0