Khoyrashol

খয়রাশোলে মিছিল সিপিআই(এম)’র

রাজ্য জেলা পঞ্চায়েত ২০২৩

বীরভূমের খয়রাশোল। বার বার আক্রান্ত হয়েছেন বামপন্থী কর্মীরা। অনুব্রত মণ্ডলের বাহিনীর কারণে গতবার এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে কোন প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। কিন্তু এবার খয়রাশোলা অন্য ছবি। ২০১৮ সালে যেই বীরভূম জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় জেতে তৃণমূল সেই জেলায় এবার জেলা পরিষদের প্রতিটা আসেন তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস। 


রবিবার খয়রাশোলের মানুষ সাক্ষী থাকলেন নতুন এক সকালের। পঞ্চায়েত ভোটের আগে এদিন সিপিআই(এম)’র বিশাল মিছিল করে ওই এলাকায়। যেই মিছিল বার্তা দিল চোর তারিয়ে মানুষের হাতে পঞ্চায়েতকে তুলে দিতে। চোর নয় মানুষ পঞ্চায়েত চালাবে, বার্তা দিল সিপিআই(এম)। মিছিলের নেতৃত্ব ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য।


তৃণমূলের ওপর মানুষ ক্ষুদ্ধ। ভয় ভেঙেছে। সাধারণ মানুষ পা মিলিয়েছেন মিছিলে। সময় যত এগিয়েছে। মিছিল যত এগিয়েছে। তত তার বহর বেড়েছে। একটা সময় গোটা রাস্তার দখল নেয় মিছিল।
গরু পাচার, কয়লা, বালি পাচারের মুক্তাঞ্চল বীরভূম। অনুব্রতর নেতৃত্ব জেলা জুড়ে চলেছে বেআইনি কাজ। গরু পাচার মামলায় অনুব্রত জেলে। তার মেয়েও জেলে।

Comments :0

Login to leave a comment