Doctor's protest

লালবাজার থেকে বেরোলেন দুই চিকিৎসক

রাজ্য

‘‘চিকিৎসকরা তদন্তের স্বার্থে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু সমন পাঠিয়ে তাদের হেনস্থা করা মেনে নেওয়া হবে না।’’ লালবাজার থেকে বেরিয়ে একথা বললেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং চিকিৎসক কুণাল সরকার। 

আরজি কর কাণ্ডে গুজব ছড়ানো এবং নির্যাতীতার পরিচয় ফাঁস করার অভিযোগে সমন পাঠানো হয় এই দুই চিকিৎসকদের। সেই মতো সোমবার লালবাজারে হাজিরা দেন তারা। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই চিকিৎসক জানিয়েছেন তাদের থেকে যা যা জানা হয়েছে তার জন্য কোন সমনের প্রয়োজন হয় না। চিকিৎসক সরকার এবং চিকিৎসক গোস্বামী বলেন, তাদের থেকে জানতে চাওয়া হয় যে কি করলে এই জনরোষ আটকানো সম্ভব হবে। এছাড়া তাদের কাছে জানতে চাওয়া হয় আরজি কর কাণ্ডে চিকিৎসকদের কি দাবি। সুত্রের খবর দুই চিকিৎসকের কাছে পুলিশের পক্ষ থেকে বলা হয় রাজ্যবাসীর কাছে আবেদন করার জন্য যাতে শান্তির পরিবেশ ফিরে আসে।

১৪ আগস্ট রাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। 

উল্লেখ্য আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যেই যেই আন্দোলন রাজ্য জুড়ে হচ্ছে কোনটাই হিংসাত্মক নয়। শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন চলছে। আর এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বার বার নেমে আসছে প্রশাসনিক আক্রমণ।

এদিন কলকাতা ন্যাশেনাল মেডিকেল কলেজ থেকে লালবাজার উদ্দেশ্যে মিছিল করেন চিকিৎসকরা। কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে সামনে রেখে হয় মিছিল। আর সেই মিছিল আটকাতে ফিয়ার্স রোডে ব্যারিকেড করা হয় পুলিশের পক্ষ থেকে। মোতায়েন করা হয় লাঠি ধারি পুলিশও। মিছিল আটকে দেওয়া হলে দুই চিকিৎসক আইনজীবীদের নিয়ে প্রবেশ করেন লালবাজারে। দীর্ঘ এক ঘন্টা সেখানে থাকার পর বেরিয়ে আসেন তারা।

Comments :0

Login to leave a comment