ডিওয়াইএফআই-এর ডাকে গোটা রাজ্য জুড়ে চলছে ইনসাফ যাত্রা। আগামী ৭ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ। উত্তরবঙ্গ, বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া হয়ে ধীরে ধীরে এই মিছিল এগিয়ে আসছে ব্রিগেড ময়দানের দিকে। সেই ইনসাফ যাত্রার প্রচারে যাদবপুরে মানব-বন্ধন কর্মসূচির উদ্যোগ নিল ডিওয়াইএফআই।
সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য সহ সংগঠনের প্রথমসারির নেতৃত্ব হাঁটছেন ইনসাফ যাত্রায়। ইনসাফ যাত্রাকে সামনে রেখে, রবিবার সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে মানব-বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয় সংগঠনের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে।
যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ডিওয়াইএফআই যাদবপুর আঞ্চলিক কমিটি এবং টালিগঞ্জ-১ ও ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত মানব-বন্ধন কর্মসূচিতে যোগ দেন প্রচুর ছাত্র-যুব কর্মী। রাস্তার ধারে মানব শৃঙ্খল গড়ে চলতে থাকে স্লোগান এবং বক্তৃতা। পথচলতি সাধারণ মানুষদের মধ্যে অনেকেই বাস থেকে হাত নাড়লেন কিংবা মুঠোফোনে ফ্রেমবন্দী করে উৎসাহ দেন ছাত্র-যুব কর্মীদের।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এবং আঞ্চলিক নেতৃবৃন্দ।
Comments :0