শুভ্রজ্যোতি মজুমদার
বুধবার ৪১তম দিনে হাঁটা শুরু করল ইনসাফ যাত্রা। এদিন সকাল ১০টা নাগাদ হুগলির শ্রীরামপুর থেকে শুরু হয় পথচলা। মিছিলে নেতৃত্ব দেন মীনাক্ষি মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, হিমঘ্নরাজ ভট্টাচার্য, রবীন দেব সহ ডিওয়াইএফআই’র বর্তমান এবং প্রাক্তন নেতৃবৃন্দ। হুগলি জেলার যুব আন্দোলনের প্রাক্তন এবং বর্তমান নেতাকর্মীরা এদিন শুরু থেকে উপস্থিত ছিলেন।
জনতার ঢলকে সঙ্গী করে শ্রীরামপুর থেকে ভদ্রেশ্বরের দিকে এগিয়ে চলে ইনসাফ যাত্রা। গতকালে রাতে ভদ্রেশ্বরের দুই যুবকের পিতৃবিয়োগ ঘটে। শেষকৃত্যের পরের দিনই ইনসাফ যাত্রায় সামিল হতে এগিয়ে আসেন তাঁরা। গোটা যাত্রাপথ জুড়ে বহু মানুষ অপেক্ষায় ছিলেন ইনসাফ যাত্রা দেখার জন্য।
৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকা ইনসাফ যাত্রা। ইনসাফ যাত্রা থেকে ৭ জানুয়ারি যুবদের ডাকে ব্রিগেডের সভার প্রচারও চালানো হচ্ছে। ইতিমধ্যেই ১৭টি জেলার ১৬০০ কিলোমিটার পথে হেঁটেছে এই পদযাত্রা। হয়েছে আড়াইশোর বেশি জনসভা। ইনসাফ যাত্রায় অংশ নিয়েছেন ১২ লক্ষের বেশি মানুষ।
Comments :0