কলকাতা ফুটবল লিগে ছন্দ বজায় রাখল ইস্টবেঙ্গল। রেলওয়ে এফসিকে বুধবার ২-০ গোলে পরাজিত করল বিনো জর্জের ছেলেরা।
এদিন প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে ২টি অনবদ্য গোল হয়। গোলদুটি করেন আমান সিকে এবং নিশু কুমার। সেই গোলদুটির সুবাদেই ৮ ম্যাচে ১৮ পয়েন্ট ঘরে তুলল লাল-হলুদ।
ম্যাচের প্রথম গোলটি হয় ২০ মিনিটে। একক দক্ষতায় রেলের রক্ষণভাগকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন আমন। এই নিয়ে চলতি মরশুমের কলকাতা লিগে ৪টি গোল করে ফেললেন কেরালার এই তরুণ ফুটবলারটি।
প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্যবধানেই। দ্বিতীয় গোলটি আসে ৬৪ মিনিটের মাথায়। বাঁ প্রান্ত থেকে কাট করে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেন নিশু কুমার। প্রসঙ্গত, ডুরান্ড কাপের ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল দলের বিরুদ্ধে মাথা গরম করে লাল কার্ড দেখেছিলেন নিশু কুমার। তিনি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরেই ২ গোল শোধ করে ম্যাচ ড্র করে বাংলাদেশ আর্মি। এদিন দলকে জিতিয়ে সেই ভুলেরই যেন সংশোধন করলেন নিশু।
এই মুহূর্তে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের বি গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে ভবানীপুর এফসি। গ্রুপে আর ৪ ম্যাচ খেলা বাকি রয়েছে লাল হলুদের। এখনও অবধি লিগে অপরাজিত রয়েছে ইস্টবেঙ্গল।
Comments :0