সোমবার ভোরে ৯৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় যুবক অগ্নিদগ্ধ হয়ে এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ ব্যপক বিক্ষোভ দেখিয়েছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ আগুন লাগে ভোর পাঁচটা নাগাদ। দমকল ঘটনাস্থলে আস্তে দেরি করে, তাতেই আগুন আরও আশপাশে ছড়িয়ে পড়েছে, তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে চারু মার্কেট থানা ও লেক থানার বিরুদ্ধে টালবাহানার অভিযোগ,দুই থানা দীর্ঘ সময় এটাই নিয়েই ব্যস্ত থেকেছেন যে ওই এলাকা কোন থানার অন্তর্গত, এদিকে স্থানীয় তৃণমূলের পৌর প্রতিনিধি মৌসুমী দাসের বিরুদ্ধেও ক্ষোভ এলাকার মানুষজন,তাকে সকাল থেকে ফোন করেও পাওয়া যায়নি, তিনি ঘটনা ঘটার তিন ঘন্টা বাদে সেখানে এসেছেন, কাউন্সিলর বলেছেন তার মোবাইল সাইলেন্ট ছিল, এনিয়ে বাসিন্দাদের ক্ষোভ একজন জনপ্রতিনিধি তার ফোন কেন সাইলেন্ট রাখবেন, তাছাড়া ঘটনাস্থল থেকে মাত্র মিনিট দশেক দূরে তার বাড়ি, তিনি এতবড় ঘটনার বিষয়ে জানতে পারলেন না! ঘটনাস্থলে গিয়েছেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার, তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন, অগ্নিদগ্ধ যুবককে বর্তমানে এস এস কে এম হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।
Comments :0