Cylinder blast

বেলুড়ে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম দুই শ্রমিক

রাজ্য

হাওড়ার কারখানায় গ্যাস সিলেন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুই জন শ্রমিক গুরুতর আহত হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ফলে ছিটকে গেছে আহতদের শরীরের বিভিন্ন অংশ। 
মঙ্গলবার দুপুরে হাওড়ার বেলুড় বজরংবলী এলাকায় ভিক্টোরিয়া মার্কেটের মধ্যে লোহা কাটা একটি কারখানায় শ্রমিকেরা কাজ করার সময়ে গ্যাস সিলেন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজে গোটা বজরংবলী এলাকায় কেঁপে ওঠে। বিস্ফোরণের সময়ে কাজ করতে থাকা অমিত শর্মার বাঁ হাত উড়ে যায় অপর শ্রমিক তারক সাঁতরার ডান পায়ের মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে প্রথমে স্থানীয় জয়শোয়াল হাসপাতালে চিকিংসার জন্য নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দুইজনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য কারখানার শ্রমিকেরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলুড় থানার পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। কারখানা বন্ধ করে দিয়ে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

Comments :0

Login to leave a comment