কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, গোয়ার কাছে ৪-১ গোলে হার মোহনবাগানের। ম্যাচের ১০ মিনিটে, পেনাল্টি থেকে নোহার গোলে এগিয়ে যায় গোয়া। এই গোলের পরেই খেলায় আরও গতি আনে গোয়া। ম্যাচের ৪২ মিনিটে, ভিক্টর রদরিগেজের গোলে ২-০ তে এগিয়ে যায় তাঁরা। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, ফের নোহার গোল। অন্যদিকে, কয়েক মিনিট বাদেই গোল করে কিছুটা ব্যবধান কমায় সবুজ মেরুন।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে, আবার পেনাল্টি পায় গোয়া। সেইখান থেকেই গোল করে জয় নিশ্চিত করেন কার্লোস মার্টিনেজ। গোটা ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে গোয়া। বলা যেতে পারে, মোহনবাগান কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেনি।
এএফসি কাপের পর আইএসএলেও খারাপ ফর্ম চলছে বাগানের। তবে সেইসঙ্গে রেফারিং-এর মান নিয়েও উঠছে প্রশ্ন।
এই ম্যাচ হারের ফলে বেজায় চাপে মোহনবাগান। কোচ জুয়ানকে নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
Comments :0