Hawker's Deputation

বড়বাজার থানায় ডেপুটেশন হকারদের

কলকাতা

বড়বাজার থানায় ডেপুটেশন হকারদের।

বড়বাজার থানায়  ডেপুটেশন দিলেন হকাররা। বেলা তিনটেয় হয় ডেপুটেশন। তার আগে দুপুর  ১ টা থেকে ৩ টে পর্যন্ত  এলাকায় অটো প্রচার  সংগঠিত করা হয় । সুবিশাল হকার মিছিল এলাকা  ঘুরে  বড়বাজার থানায় পৌঁছায়। বিক্ষোভ দেখানো হয় উচ্ছেদের বিরুদ্ধে। সিআইটিইউ অনুমোদিত কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ডেপুটেশন দেয়।
ডেপুটেশনে যান  সত্যব্রত ঘোষ, গোপল দাস ,মহারানা প্রতাপ  সিং  , মহম্মদ সিরাজ  , মহম্মদ সাজিদ , অরিন্দম মুখোপাধ্যায় ।  ডেপুটেশন চলাকালীন মহম্মদ মোবিন  , বিশ্বনাথ নাহা সহ নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।  

কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন সি আই টি ইউ  জেলা কমিটির সকল  লড়াকু  হকারদের  অভিনন্দন  জানানো হয়েছে ।

Comments :0

Login to leave a comment