নাগপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়ি ভাঙার ওপর স্থগিতাদেশ জারি করলো বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। নাগপুর পৌরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের নাম করে সরকারি খাতায় নাগপুর সাম্প্রদায়িক হিংসায় অভিযুক্তদের বাড়ি এবং তাদের আত্মীয়দের বাড়ি ভাঙার অভিযোগ ওঠে।
মামলা হয় হাইকোর্টে। মামলা করেন ৬৯ বছর বয়সী মেহেরুনিস্সা। তার দুই ছেলে ফাহিম খান এবং আব্দুল হাফিজের বিরুদ্ধে ১৭ তারিখ নাগপুরে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ এনেছে রাজ্যের বিজেপি সরকার।
মামলাকারির পক্ষ থেকে জানানো হয় যে ২০০৩ সালে সব শর্ত মেনে বাড়ি তৈরি করা হয়। তারপর থেকে কোন সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি নাগপুর হিংসার পর হঠাৎ করে অভিযুক্ত এবং তাদের পরিবারের লোকদের বাড়ি চিহ্নিত করে বেআইনি নির্মাণের তকমা দিয়ে ভাঙা হচ্ছে।
আদালতের পক্ষ থেকে পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণের যেই দাবি তারা করছে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য।
Nagpur
নাগপুরে সাম্প্রদায়িক হিংসায় অভিযুক্তদের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ আদালতের

×
Comments :0