ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচেই জয় ভারতের।মোঙ্গলিয়াকে ২-০ গোলে হারাল ব্লু-টাইগার্সরা।
ম্যাচের শুরু থেকেই চাপ বজায় রাখেন সুনীল ছেত্রীরা। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় ভারত। সাহাল আবদুল সামাদের গোলে, লিড নেয় তাঁরা। গোটা ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দেয় টিম ইন্ডিয়া। অনিরুদ্ধ থাপা, ছাংতে, সন্দেশ ঝিঙ্গান সহ গোটা দলই অসাধারণ ফুটবল উপহার দেয়।
একেবারে প্রথম কোয়ার্টারেই গোল পেয়ে যাওয়ার ফলে, আত্মবিশ্বাস বেড়ে যায় গোটা দলের। আর সেই সূত্রেই আবারও গোল। ম্যাচের ১৪ মিনিটে, ছাংতের গোলে আরও এগিয়ে যায় স্টিমাচের ছেলেরা। মোঙ্গলিয়া অনেক চেষ্টা করলেও, শেষমেশ গোল পায়নি। ভারত অনেক বেশি পজিটিভ অ্যাটাক তুলে আনে। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়েই।
দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। যদিও আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। কিন্তু কোনও দলই আর গোল করতে পারেনি। শেষপর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় ভারত।
অন্য ম্যাচে, ভানুয়াতুকে ৩-১ গোলে হারিয়েছে লেবানন।
Comments :0