ডিওয়াইএফআই'র ডাকে ৭ জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে ৫০দিনের ইনসাফ যাত্রা শেষ করে। সেই উপলক্ষে বসিরহাট মহকুমা জুড়ে জনসভা পথসভা,হাটসভা বাড়ি বাড়ি অর্থ সংগ্রহের কাজ চলছে। এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার সকালে ব্রিগেড সমাবেশ সফল করে তুলতে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনের বসিরহাট দক্ষিণ -১লোকাল কমিটি। ১১জন মহিলা সহ ৪৯ জন প্রতিযোগী অংশ নেয়।যুবনেতা অরিত্র বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে ব্রিগেড সমাবেশের আহ্বান জানিয়ে লোকাল কমিটির সম্পাদক শুভঙ্কর সাহার তত্ত্বাবধানে সংগঠনের শ্বেত পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সফিকুল সরদার। উপস্থিত ছিলেন যুবনেতা ঋত্বিক বিশ্বাস, সাদ্দাম ঘরামি সহ অন্যান্য। বসিরহাটের সবুজ সংঘ ক্লাব ময়দান থেকে দৌড় শুরু হয় সকাল ৯টা ১৩ মিনিটে। টাকীরোড,এস এন মজুমদার রোড, শহীদ দীনেশ মজুমদার রোড, ইটিন্ডা রোড ধরে প্রায় পাঁচ কিমি পথ পেরিয়ে শহরের প্রাণকেন্দ্র টাউনহলে এসে শেষ হয় ৯টা ৪০মিনিটে। সেখানে কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করেন প্রাক্তন যুবনেতা দীপেশ চৌধুরী। দৌড় প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সাহানাজ পারভিন ও দ্বিতীয় স্থান অধিকার করেন আরনিকা সিংহ। পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মানিক বিশ্বাস ও দ্বিতীয় স্থান অধিকার করেন দ্বীপ রায়। তাদেরকে ব্যাজ পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও মেমোন্টো। এদিনের এই দৌড় প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে একরত্তি যীশু চৌধুরী ও সুতপ্রীতি সেনগুপ্ত সমগ্র পথ অতিক্রম করে অনায়সে। তাদেরকে এবং সকল প্রতিযোগীদের ব্যাজ পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও মেমোন্টো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন যুবনেতা অমিতাভ রায়চৌধুরী। পুলিশ প্রশাসনের সহযোগিতা ছিল প্রশংসনীয়।
INSAAF RALLY
বসিরহাটে ব্রিগেডকে সামনে রেখে ম্যারাথন যুবদের
×
Comments :0