ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে জানিয়ে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয় বুধবার।
বৃহত্তর বাম ঐক্যের ডাকে সমাজ পাড়া মোড়ে দীর্ঘক্ষণের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিআইএম এল লিবারেশন এর নেতৃত্ব প্রদীপ গোস্বামী, বক্তব্য রাখেন সিপিআই(এম) পক্ষে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুই জেলারই প্রাক্তন জেলা সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি, সারা ভারত ফরোয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআইএম দলের পক্ষে পার্টির জেলা নেতা বিপুল সান্যাল, সিপিআই নেতা রাহুল হোর, আর এস পি নেতা প্রকাশ রায়। বামফ্রন্টের জেলা আহ্বায়ক সিপিআইএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য।
সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা।
এছাড়াও জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড় থেকে ১২ ই জুলাই কমিটির আহবানে প্রতিবাদ মিছিল হয়।
Comments :0