HEMANT SOREN

ঝাড়খণ্ডে ১৪’র মধ্যে ১৩ আসনে জয়ী হবে ‘ইন্ডিয়া’, বললেন সরেন

জাতীয়

india politics jharkhand politics bengali news jmm congress hemant soren

রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে ১৩টিতে জিততে চলেছে বিজেপি বিরোধী শক্তি। আত্মবিশ্বাসের সুরে এমনটাই বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। 

সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিরোধী রাজনৈতিক বিন্যাস ‘ইন্ডিয়া’র অংশ। সরেন মেদিনীনগরের সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন, ‘‘ঝাড়খণ্ডের ইন্ডিয়া ব্লকে থাকা দলগুলি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা বিজেপি বিরোধী ভোটের বিভাজন রোধের কাজ চালাচ্ছি। রাজ্যের ১৩টি আসনে জয়ের বিষয়ে আমরা আত্মবিশ্বসী।’’

২০১৯’র নির্বাচনে রাজ্যের ১২টি আসনে জিতেছিল বিজেপি-অল ঝাড়খণ্ড স্টুডেন্ট্‌স ইউনিয়ন জোট। ১টি করে আসনে সন্তুষ্ট থাকতে হয়েছিল কংগ্রেস এবং জেএমএম’কে। সেই ফলাফলের পাঁচ বছর পরে উল্টে যেতে চলেছে। এমনটাই দাবি করছেন হেমন্ত সরেন। 

জেএমএম’র কার্যকরী সভাপতি হেমন্ত সাংবাদিকদের বলেছেন, ‘‘রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজেরামের বিধানসভা নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৪’র নির্বাচনে সাধারণ মানুষ এই তঞ্চকতার জবাব দেবেন। জাতীয় রাজনীতির ‘এক্সিট ডোর’ দেখানো হবে বিজেপিকে।’’

Comments :0

Login to leave a comment