শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপের আসর। ভুবনেশ্বরে, ৯ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেগা ফুটবলের আসর।
এই মরশুমে মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথমে গ্রুপ পর্যায় এবং তারপর নক আউটের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। গ্রুপ এ-তে রয়েছে বাংলার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। অর্থাৎ, প্রতিযোগিতার শুরুতেই ডার্বি দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। সেইসঙ্গে, এই গ্রুপে রয়েছে আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসি এবং হায়দরাবাদ এফসি।
গ্রুপ বি-তে থাকছে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং শিলং লাজং এফসি। গ্রুপ সি-তে থাকবে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ান এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং গোকুলাম কেরালা।
গ্রুপ ডি-তে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি। এই গ্রুপে আরও একটি আই লিগের দল থাকবে। ইন্টার কাশি এবং রাজস্থান ইউনাইটেডের মধ্যে যোগ্যতা অর্জন পর্বের খেলা হবে। সেই ম্যাচে যে দল জিতবে, তারাই স্থান পাবে গ্রুপ ডি-তে।
অন্যদিকে, কলিঙ্গ সুপার কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ টিভি চ্যানেল এবং জিও সিনেমা মোবাইল অ্যাপ্লিকেশনে।
Comments :0