Diamond Harbour Local

লোকাল ট্রেনে আগুনের ফুলকি, চাঞ্চল্য সুভাষগ্রামে

রাজ্য

আগুনের ফুলকি ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে। ঘটনার জেরে চাঞ্চল্য শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে। শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনটি বেলা সোয়া ১২ টা নাগাদ সুভাষগ্রাম স্টেশনের কাছে পৌঁছতেই প্লাটফ্রমে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনের চাকার উপরে আগুনের ফুলকি দেখতে পান। তাদের চিৎকারে ট্রেনটি দাঁড়িয়ে যায়। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুভাষগ্রাম স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ওই স্টেশনে।
জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল লোকাল ট্রেন। বেলা সোয়া ১২টা নাগাদ সুভাষগ্রাম স্টেশনে পৌঁছতেই যাত্রীরা ট্রেনের চাকায় উপরে আগুনের ফুলকি দেখতে পান। প্ল্যাটফর্ম থাকা যাত্রীদের চিৎকারে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ট্রেন থেকে নামতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। খবর যায় স্টেশন মাস্টারের কাছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সুভাষগ্রাম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে আপ লাইনের ট্রেনগুলি পর পর দাঁড়িয়ে পড়ে। সমস্যা সমাধানে দ্রুত তৎপরতা দেখান আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে এনে ট্রেনটিকে ডায়মন্ড হারবারের দিকে রওনা করানো হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ শিয়ালদা দক্ষিণের বারুইপুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘ব্রেক বাইন্ডিং’র কারণে এই ঘটনা ঘটেছে। পরিষেবা এখন স্বাভাবিক।’’  কী কারণে আগুনের ফুলকি বার হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

Comments :0

Login to leave a comment