রানি রাসমণি অ্যাভিনিউয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে খেত মজুর সংগঠন। সোমবারের এই সমাবেশকে কেন্দ্র করে কয়েক মাস ধরে রাজ্যের গ্রামে গ্রামে নিবিড় প্রচার চালিয়েছেন কর্মী সমর্থকরা। রবিবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতা মুখি হয়েছেন গ্রামের খেত মজুররা। হাতে লাল ঝান্ডা নিয়ে তাদের সবার গন্তব্য রাণী রাসমণি অ্যাভিনিউ।
সোমবার সকাল থেকে ধীরে ধীরে ধর্মতলা চত্বরে আসতে থাকেন তারা। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে দুটি বড় মিছিল ধর্মতলায় আসবে। সেখানে পা মিলিয়েছে শয় শয় মানুষ। ১০০ দিনের কাজ চালু এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে স্লোগান উঠেছে মৌলালী, এসএন ব্যানার্জি রোডে।
মিছিল আসার আগেই ভর্তি হয়ে গিয়েছে রাণী রাসমণি। গননাট্য সংঘের কর্মীরা নাটক পরিবেশনের মাধ্যমে খেত মজুরদের বঞ্চনার কথা তুলে ধরেছেন।
Comments :0