১৮ আগস্ট রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের বড়ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান সুপার জায়ান্ট ও ইমামী ইস্টবেঙ্গলের। টিকিও সব বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু, হঠাৎই শনিবার এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
রবিবাসরীয় ডার্বিতে মুখোমুখি হওয়ার আগে দুটি দলই নিজেদের শেষ প্রস্তুতি পর্ব সারছে। প্রথমবার ডার্বি খেলার জন্য মুখিয়ে আছেন দিয়ামেন্টেকোস, মাদি তালাল, টম, আলবার্তো, ম্যাকলারেনরা। কিন্তু, হঠাৎই এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছেন সমগ্র বাংলার মানুষই। গোটা রাত জুড়ে প্রতিবাদের মিছিল চলছে। খেলার মাঠও এখান থেকে বিরত থাকতে চাইছে না। ডার্বির মতো একটা বড় ইভেন্টে দুই দলের সমর্থকরাই প্রতিবাদের বিভিন্ন টিফো এবং ব্যানার নিয়ে তৈরি হচ্ছিলেন বলে জানা যাচ্ছিল। সামাজিকমাধ্যমে একটি স্লোগানও ভাইরাল হয়েছে, ‘দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আর জি কর।’’
তার সাথে সাথে সকল সমর্থকরা কালো পোশাক অথবা কালো ব্যান্ড পরেও নিজেদের প্রতিবাদ জানানোর পরিকল্পনাও ছিল। এইরকম খবর প্রশাসনের কাছে পৌঁছানোর পরেই নড়েচড়ে বসেছে তারা। প্রতিবাদের কন্ঠ আটকাতে চাইছে রাজ্য সরকার।
সূত্রের খবর আজ দুপুর ৩ টে নাগাদ ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে ডুরান্ড কমিটির বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই নির্ধারিত হবে রবিবারের ডার্বির ভবিষ্যত। যদি ম্যাচ ক্যানসেল করা হয় সেক্ষেত্রে দুটি দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হতে পারে । মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি দলেরই পয়েন্ট ৬। গোলপার্থক্যে এগিয়ে সবুজ মেরুন। সেক্ষেত্রে ১ পয়েন্ট করে দুটি দল পেলে উভয় দলই চলে যাবে পরের রাউন্ডে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে লাল হলুদের। তাই দুই পক্ষকেই খুশি করার জন্য সম্ভবত নেওয়া হতে পারে এই সিদ্ধান্তই। ম্যাচ রিশিডিউল্ড অথবা অন্য কোনো দিন দেওয়ার সুযোগ কম ।
Kolkata Derby
খেলার মাঠেও প্রতিবাদের কন্ঠস্বর আটকাতে চায় সরকার
×
Comments :0