Panihati Municipality

পানিহাটি পৌর প্রধানকে ইস্তফার নির্দেশ পৌর মন্ত্রীর

রাজ্য

তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছিলই, শেষ পর্যন্ত পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় কে ফোন করে পদত্যাগ করার কথা বললেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মলয় রায় নিজে, সংবাদ মাধ্যমের সামনে, মঙ্গলবার ফিরহাদ হাকিমের ফোন পাওয়ার কথা স্বীকার করেন। তাঁর অনুমান, এর পেছনে বিরোধী গোষ্ঠীর চক্রান্ত কারীদের হাত আছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে যেতে পারবো না তবে, আমাকে কি কারণে পৌর প্রধানের পদ থেকে সরে যেতে বলা হচ্ছে, সে কথা প্রকাশ্যে জানানোর জন্য অনুরোধ করছি। বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের অনুগামী পৌর প্রধান মলয় রায়, পদত্যাগের বিষয়ে লিখিত নির্দেশের অপেক্ষায় আছেন বলে জানা গেছে।
পানিহাটি পৌরসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের, ২০২৪ সালে গোষ্ঠী কোন্দলের ফলে পৌরসভায় অচল অবস্থা তৈরি হয়েছিল। সে বছর ফেব্রুয়ারি মাসে বোর্ড সভা বন্ধ হয়ে গেছিল গোষ্ঠী কোন্দলের  ফলেই। সেই সময়ে, অবস্থা সামাল দিতে   পৌর মন্ত্রী ফিরহাদ হাকিমকে হস্তক্ষেপ করতে হয়। বর্তমানে সোদপুর অমরাবতী মাঠ এবং ঠাকুর কর্নার মাঠ জমি হাঙ্গর দের পাইয়ে দেওয়ার কর্তৃত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধ যেভাবে তুঙ্গে উঠেছে সে কথা সাধারণ নাগরিকদের সামনে পরিষ্কার হয়ে গেছে।
এ বিষয়ে সিপিআই(এম) নেতা শুভব্রত চক্রবর্তী জানান, ঢালাও ভাবে বেআইনি বহুতল নির্মাণ, অপরদিকে আবর্জনা অপসারণে নিদারুণ ব্যর্থতা , বেহাল রাস্তাঘাট ও নিকাশী ব্যবস্থা, পানীয় জলের অভাব  থেকে শুরু করে নাগরিক পরিষেবার সর্ববিষয়ে  পানিহাটি পৌরসভার সার্বিক ব্যর্থতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে, পানিহাটি পৌরাঞ্চলের সব ওয়ার্ডের মানুষ ভীষণ  ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি বলেন, মুখ বদল করে মুখ রক্ষা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এতে পরিস্থিতির কোনো হেলদোল হবে না। কারণ দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে।

Comments :0

Login to leave a comment