ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত কমরেড মুজফ্ফর আহমেদের ১৩৬ তম জন্মদিবস পালিত হলো গণশক্তি ভবনের মুজফ্ফর আহমেদ স্মৃতি পাঠাগারে। সোমবার সকালে পাঠাগারে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, শ্রীদীপ ভট্টাচার্য, শমীক লাহিড়ী, আভাস রায়চৌধুরি, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়াউল আলম, অনাদি সাহু, কল্লোল মজুমদার। রাজ্য কমিটির সদস্য অতনু সাহা, সুদীপ সেনগুপ্ত, সর্বানী সাঁতরা। গণশক্তি এবং পাঠাগারের কর্মীরাও ওদিন কাকাবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
গোবরা কবরস্থানে কাকাবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়ে নেতৃত্বের পক্ষ থেকে।
২০০৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৫ সাল পর্যন্ত গণশক্তি প্রত্রিকায় যেই সব উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে সেই গুলির একটি সঙ্কলন বই আকারে প্রকাশিত হয়েছে এদিন। এর আগে এই সঙ্কলের তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছে, এটি চতুর্থ সঙ্কলন। বইটির উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উপস্থিত ছিলেন গণশক্তির সম্পাদক শমীক লাহিড়ী, সহকারি সম্পাদক অতনু সাহা সহ অন্যান্যরা।
১৮৮৯ সালে বর্তমান বাংলাদেশের সন্দীপে জন্ম কমরেড মুজফ্ফর আহমদের। কমিউনিস্ট আন্দোলনে মতাদর্শগত সংগ্রামের এক বিশেষ পরিস্থিতিতে ১৯৬৩ সালে কমিউনিস্ট নেতৃবৃন্দ তাঁর জন্মদিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় এখনও মতাদর্শগত লড়াইকে দৃঢ় করতে সিপিআই(এম) ৫ আগস্ট দিনটি পালন করে থাকে। শনিবার সকালে গোবরা কবরস্থানে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। সকাল ১০টায় মুজফ্ফর আহ্মদ ভবনে, এবং তারপরে গণশক্তি ভবনে মুজফ্ফর আহ্মদ গ্রন্থাগারে শ্রদ্ধা প্রদর্শণ করার পর। গণশক্তি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড এবং বিধাননগরে ন্যাশনাল বুক এজেন্সিতেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিকালে মহাজাতি সদনে সভা হবে।
Comments :0