Leopard

ভালুক ধরার খাঁচায় বন্দি হল চিতাবাঘ

রাজ্য

চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মাল মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে।এই ঘটনায় সমগ্ৰ বাগানেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বনদপ্তরের তরফে ওই খাঁচাটি পাতা হয়েছিল। শনিবার ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। খাঁচার কাছে গিয়ে দেখতে পান যে একটি চিতাবাঘ খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে। খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় চিতাবাঘটি দেখার জন্য। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যায়।


চিতাবাঘটি সুস্থ থাকায় এদিন সকালেই গরুমারা জাতীয় উদ্যানে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়। 


উল্লেখ্য, প্রায় সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়। বাগানে কাজ করার সময় ভাল্লুক দেখতে পায় বলে শ্রমিকরা দাবি করেন। ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনো হদিস মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বনদপ্তরের তরফে খাঁচা বসানো হয়।ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পরে।

Comments :0

Login to leave a comment