PLATFORM PROTEST JALPAIGURI

নিকাশি নালা আটকে প্ল্যাটফর্ম, বিক্ষোভ জলপাইগুড়িতে

জেলা

নালা আটকে চলছে প্লাটফর্ম তৈরির কাজ বিকল্প নিকাশি ব্যবস্থার দাবিতে প্লাটফর্মের কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা।

রেল লাইনের পাশের বাড়িগুলোতে নেই কোনো নিকাশি ব্যবস্থা। রেললাইনের পাশের ড্রেনই ভরসা এলাকার বাসিন্দাদের। সেই ড্রেন বুজিয়ে চলছে জলপাইগুড়ি টাউন স্টেশনের নির্মিয়মান‌ তৃতীয় প্লাটফর্মের‌ কাজ‌। 
বিকল্প ব্যবস্থার দাবিতে কাজ বন্ধ করে দিলেন স্টেশন সংলগ্ন এলাকার‌ বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি নালা‌ বন্ধ করে দিয়ে‌ রেলের কাজ করা‌ হচ্ছে।‌ এর‌ ফলে অসুবিধার‌ সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া রেলের পক্ষ থেকে অনেক উঁচু প্রাচীর তৈরি করে তাদের ঘর‌ বাড়ি‌ ঢেকে‌ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।‌
এই অভিযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের আশ্রমপাড়া‌ এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেন। রেলের ‘অমৃত ভারত‌’ প্রকল্পের কাজ বন্ধ করে দেন‌ তাঁরা। 
কর্মরত ঠিকাদার কর্তৃপক্ষ এলাকাবাসীর দাবি রেল কর্তৃপক্ষকে জানাবেন বলে কথা দেন। বিক্ষোভ বন্ধ রাখেন এলাকার বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment