চুক্তি নবীকরণের দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক অধ্যাপক-অধ্যাপিকারা বৃহস্পতিবার রাজ্যের এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে অবস্থানে বসেছেন তাঁরা।
আন্দোলনরত অধ্যাপক এবং অধ্যাপিকাদের দাবি, তাঁদের চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২০জন চুক্তিভিত্তিক অধ্যাপকের সঙ্গে নতুন করে চুক্তি করেনি বিশ্ববিদ্যালয়। খালি দীর্ঘসূত্রিতা করা হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, ৪০জন অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর সঙ্গেও একই আচরণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত অধ্যাপক এবং অধ্যাপিকাদের ক্ষোভ, উপাচার্যকে এই বিষয়ে জানালেও তিনি গুরুত্ব দিচ্ছেন না। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের তরফে লিখিত ভাবে তাঁদের আশ্বস্ত করবেন উপাচার্য, ততক্ষণ অবস্থান চলবে।
যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, জুন মাসে চুক্তি নবীকরণের সম্ভাবনা রয়েছে।
Comments :0