রবিবার রেড রোডের কার্নিভাল শেষ করেই সোমবার মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রীর সাথে যাবেন মুখ্যসচিবও। আগামীকাল উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক হবে বলে জানা গিয়েছে।
এদিন সামাজিকমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যাপ্লাবিত হওয়ায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। কাল রাত্রে উত্তরবঙ্গে কয়েক ঘন্টার বিপুল বৃষ্টি হওয়ায় এবং বাইরে থেকে নদীর জল আমাদের রাজ্যে বিপুল পরিমাণ এসে পড়ায় বিশেষত উত্তরবঙ্গে উদ্বেগজনক বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘গতকাল রাত্রে উত্তরবঙ্গে ১২ ঘন্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি হঠাৎ বৃষ্টি হয়েছে। পাশাপাশি সংকোশ নদী এবং সাধারণভাবে সিকিম ও ভুটান থেকে বিভিন্ন নদীর বিপুল পরিমাণ জল এ রাজ্যে চলে আসায় বন্যা পরিস্থিতির অবনতি হয়। অকস্মাৎ এই বিপুল বৃষ্টিতে এবং নদীর বন্যায় উদ্ভূত পরিস্থিতিতে আমাদের কয়েকজন ভাই- বোন আমরা হারিয়েছি বলে খবর এসেছে। এই দু:সংবাদে আমি আন্তরিকভাবে মর্মাহত।’
মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীরও উত্তরবঙ্গের বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য উত্তরবঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি এবং তৃণমূল। কিন্তু উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য দুই দলের পক্ষ থেকে কোন চেষ্টা কখনও চালানো হয়নি। সেখানকার মানুষের জনজীবনের উন্নতির কথাও শোনা যায়নি দুই শাসক দলের মুখে।
Comments :0