চেন্নাই শহরে কার্ল মার্কসের মূর্তি বসাবে তামিলনাড়ু রাজ্য সরকার। বৃহস্পতিবার তামিলনাড়ু মাদুরাই শহরে সিপিআই(এম) এর ২৪ তম পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারে বক্তা ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি জানিয়েছেন, বিধানসভায় ঘোষনা করা হয়েছে চেন্নাই শহরে মার্কসের মূর্তি স্থাপন করার।
বৃহস্পতিবার সিপিআই(এম) পলিট ব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাত মার্কস এবং এঙ্গেলসের একটি প্রতিকী ছবি তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর হাতে।
Marx
চেন্নাইয়ে বসবে মার্কসের মূর্তি জানালেন স্টালিন

×
Comments :0