‘‘পঞ্চায়েতের অগ্রগতিকে সুসংহত করতে ৩ দিনের বিশেষ বর্ধিত অধিবেশনের ডাক দিয়েছিল সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সেই অধিবেশন সফল হয়ছে। যুদ্ধের আগে বিউগেল বাজানোর ভূমিকা নিয়েছে এই অধিবেশন। নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে ঐক্যবদ্ধ কর্মী বাহিনী ঝাঁপিয়ে পড়বেন নিবিড় জনসংযোগের কাজে। চলতি মাসের মধ্যেই বামপন্থী ও তৃণমূল-বিজেপি বিরোধী শক্তিগুলির সঙ্গে আসন ধরে ধরে আলোচনার কাজ শেষ করা হবে।’’
রবিবার হাওড়ার সাংবাদিক সম্মেলন থেকে এ কথা জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার থেকে হাওড়ায় সিপিআই(এম)’র জেলা কমিটির অফিসে শুরু হয় রাজ্য কমিটির ৩ দিনের বর্ধিত অধিবেশন। রবিবার অধিবেশন শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করেন সেলিম। অধিবেশনের উদ্বোধন করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রবিবার ছিল শেষদিন। এদিন সাংবাদিক সম্মেলনে সেলিমের সঙ্গে ছিলেন সিপিআই(এম)’র হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ। জেলা দপ্তর অনিল বিশ্বাস ভবনেই হয়েছে অধিবেশন।
সেলিম এদিন বর্ধিত অধিবেশন ডাকার কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে মহিলা, যুব, পরিযায়ী শ্রমিক সহ সমাজের বড় অংশের মানুষ তৃণমূলের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়। তাঁদের সুসংহত করে পার্টিতে নিয়ে আসার প্রচেষ্টা শুরু হয়েছে। সেই কাজ কতটা এগল, তার পর্যালোচনার কাজ হয়েছে বর্ধিত অধিবেশনে।’’
সেলিম এদিন জানিয়েছেন, ‘‘৭ নভেম্বর রাজ্য জুড়ে নভেম্বর বিপ্লব দিবস পালিত হবে। ৮ অক্টোবর বামপন্থীদের ডাকে কলকাতার মহাজাতি সদন থেকে রামলীলা ময়দান অবধি মিছিল হবে প্যালেস্তাইনে ইজরায়েলি বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদে। এরপর গোটা নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে গ্রাম-শহরে বাড়ি বাড়ি যাবেন সিপিআই(এম) কর্মীরা। পথসভা, জনসভা, পাড়া বৈঠক, গ্রামসভার মাধ্যমে খাদ্য, স্বাস্থ্য, নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতনের মত জ্বলন্ত ইস্যু নিয়ে নিবিড় প্রচার চলবে। জোর দেওয়া হবে স্থানীয় উদ্যোগের উপর।’’
সেলিম এদিন আরও বলেন, ‘‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে চলতি মাস থেকেই তৎপরতা শুরু করা হবে। প্রথমে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তারপর বামফ্রন্টের বৈঠকে প্রাথমিক আসন সমঝোতায় আসা হবে। তারপর বামফ্রন্টের বাইরে থাকা বামদলগুলির সঙ্গে কথা বলা হবে। একইসঙ্গে তৃণমূল এবং বিজেপি বিরোধী গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি যেমন কংগ্রেস, আইএসএফ’র সঙ্গেও আলোচনায় বসা হবে। এই গোটা প্রক্রিয়া নভেম্বর মাসের মধ্যে শেষ করার চেষ্টা হবে।’’
Comments :0