South Dinajpur

ব্যবসায়ী খুন চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

জেলা

ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধুমসাদিঘির তেজারতি এলাকা থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম মিঠুন চক্রবর্তী(৪০)। পেশায় সুদের ব্যবসায়ী।
ব্যাবসায়ীকে হাত পিছমোড়া করে বেঁধে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে শ্বাসরোধ করে দুষ্কৃতীরা খুন করে বলে পুলিশের প্রাথমিক ধারণা। পরিবার সুত্রে জানাযায় দুর্গাপূজা উপলক্ষে ব্যাবসায়ীর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যায়। রবিবার রাতে ব্যাবসায়ীর বাড়িতে বৃদ্ধা মা ও তিনি ছিলেন। আনুমানিক রাত দুটোর দিকে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ব্যাবসায়ীর হাত বেঁধে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে খুন করে বলে অভিযোগ। ঘরে ছিলেন ব্যাবসায়ীর মা। তিনি আলমারি ভাঙ্গার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বৃদ্ধা মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। তড়িঘড়ি ব্যাবসায়ীকে বুনিয়াদপুরের রসিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  পরিবার সুত্রে জানাযায় ওই ব্যাবসায়ী সুদের ব্যাবসা করতেন। কয়েক লক্ষ টাকার নগদ অর্থ ও প্রচুর সোনারগয়না লুট হয়েছে বলেই অভিযোগ পরিবারের। ভোর রাতেই চলে আসে স্থানীয় থানার পুলিশ। সোমাবার সকালে তদন্তের স্বার্থে আসেন জেলা পুলিশের উচ্চ পর্যায়ের  আধিকারিকার। কুকুর দিয়ে তদন্ত করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা সুদের টাকার লেনদেন সংক্রান্ত কোন কারণেই খুন হয়েছেন ব্যাবসায়ী।

Comments :0

Login to leave a comment